গাইবান্ধার ফুলছড়ি উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

প্রকাশ :

সংশোধিত :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে। এ অভিযান পরিচালনার সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম। পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে ৪ টি প্রকল্প এলাকায় পরির্দশন শুরু করেন দুদকের কর্মকতারা।

প্রকল্প গুলো হচ্ছে, চৌধুরী পাড়া গণ পাঠাগার, উড়িয়া হাওয়া ভবন একতা যুব সংঘ, বোচার বাজার, হোসেনপুর, কাঠুর কমিনিউটি সেন্টারের ছাউনি নির্মাণ, চন্দিয়া বানিয়া পাড়া মিল্লাতের বাড়ির পাশে প্যালাসাইডিং।

উল্লেখ্য এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয়ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর